• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৩ এএম
উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ
লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ

ডেস্ক রিপোর্টার: ঢাকা-যশোর রেলপথের ১৭২ কিলোমিটারের মধ্যে ২৩ কিলোমিটার হবে এলিভেটেড। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ এটি। প্রকল্পের অগ্রগতি ৫৩ শতাংশ। পুরো রেলপথের কোথাও থাকছে না লেভেল ক্রসিং।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার রেলপথের ২৩ দশমিক তিন আট কিলোমিটার উড়াল বা এলিভেটেড। দেশের প্রথম এই উড়াল রেলপথের ঢাকা থেকে ভাঙা পর্যন্ত অংশের অবকাঠামো শেষে অধিকাংশ স্থানে রেললাইনও বসে গেছে।

ঢাকা থেকে যশোর পর্যন্ত কোথাও থাকছে না লেভেল ক্রসিং। এতে সময় বাঁচবে, ঘটবে না দুর্ঘটনাও। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ এটি।

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার হচ্ছে রেলপথজুড়ে। পোস্তগোলার কাছে বুড়িগঙ্গা নদীর ওপরে ৪০০ মিটার ও মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে ৫০০ মিটার রেল সেতু হচ্ছে। আর আড়িয়াল খাঁ রেল সেতুর নির্মাণ প্রায় শেষ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন জানালেন, ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। আর চলতি বছরই মাওয়া-ভাঙা অংশে রেল চলাচল শুরু হবে।

পুরো প্রকল্পের অগ্রগতি ৫৩ ভাগ। আর মাওয়া থেকে ভাঙা পর্যন্ত অগ্রগতি সাড়ে ৭৭ শতাংশ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image