• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিআরটিএ সার্ভার সচল, মিলবে সব সেবা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৯ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:০১ পিএম
মিলবে সব সেবা
বিআরটিএ সার্ভার সচল

নিউজ ডেস্ক : জুলাই মাসে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার সচল হয়েছে। এখন থেকে বিআরটিএ সংক্রান্ত সব সেবা মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো বিআরটিএর এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জুলাইতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে অবস্থিত বিআরটিএ'র প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরে সার্কেল-১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে সেখানকার ডেটা সেন্টারসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়।

যারা এতদিন এসব কাজ করাতে না পেরে সমস্যায় ছিলেন, তাদের দ্রুত বিআরটিএ সার্কেল অফিস থেকে সংশ্লিষ্ট সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রায় একমাস ধরে গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স কার্ড, রুট পারমিটসহ চার ধরনের সেবা বন্ধ ছিল। এখন থেকে এ সবকটি সেবা পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image