• ঢাকা
  • শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শীতকালে ঢাকার বায়ু হতে পারে মারাত্মক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১১ পিএম
শীতকালে ঢাকার
বায়ু হতে পারে মারাত্মক

নিউজ ডেস্ক : ঢাকার বায়ুমান নিয়ে মেগাসিটি ভয়াবহ তথ্য দিল  স্টামফোর্ড বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। এ বছর প্রথম দশ মাসে গত সাত বছরের বায়ুদূষণের মাত্রার চেয়ে ১৮ ভাগ বেশি বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি। 

ঢাকা শহরে কার্তিকের শুরুতে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বাতাসের আর্দ্রতা। বাতাসে উড়তে থাকা ধূলায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকলে তা আর সেভাবে ওপরে উঠতে পারে না। তাই অক্টোবর থেকেই বাতাসে মিশে থাকা ধূলা বায়ুমণ্ডলের দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে একটি লেয়ার তৈরি করে। ফলে কুয়াশা আর ধূলার সংমিশ্রণে একটি আস্তর তৈরি হয়, যা বায়ুর স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি করে।

শীতকালে বায়ুমণ্ডলের এমন সমীকরণে এই সময়ে দূষণ বাড়ে। তার ওপর চলতি বছরের পরিসংখ্যান যেনো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আসছে বিপদ সংকেত। ক্যাপসের গবেষণা বলছে, চলতি বছর প্রথম দশ মাসেই গত সাত বছরের গড়ের চেয়ে বায়ুর মান কমেছে। আগস্টে যা ছিল সর্বোচ্চো প্রায় ৪৪ ভাগ, সেপ্টেম্বরে প্রায় সাড়ে পনেরো ভাগ।

ক্যাপসের পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার সময় সংবাদকে বলেন, এ বছর আমরা লক্ষ্য করেছি যে, বর্ষাকালেও বায়ুর মান তুলনামূলক খারাপ অবস্থানে ছিল। গত ৭ বছর যেরকম বায়ুমান ছিল, এ বছর অক্টোবরের মাঝামাঝিতে তার চেয়ে ১০ থেকে ১২ শতাংশ বেশি বায়ুদূষণ রয়েছে।

এমন অবস্থায় সার্বিক বাস্তবতা আর অক্টোবরের বিশ দিনের বায়ুমান বিশ্লেষণ করে এবারের শুষ্ক মৌসুমে বায়ুর মান নিয়ে শঙ্কার কথাই জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, সেক্ষেত্রে দেখা দিতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image