• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিজিএমইএ'র নির্বাচন : 'ফোরাম' প্যানেলের ইশতিহার ঘোষণা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৪৭ এএম
বিজিএমইএ'র নির্বাচন : 'ফোরাম' প্যানেলের ইশতিহার ঘোষণা
প্যানেল 'ফোরাম'।

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি 'বিজিএমইএ'র পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে 'ফোরাম' প্যানেলের পরিচিতি সভা ও ইশতিহার ঘোষণা করা হয়। ইশতেহারে সাইটেইনেবল স্মার্ট ইন্ডাস্ট্রি গড়ার ঘোষণা দেয় প্যানেল 'ফোরাম'।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলররুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ও চট্টগ্রামের শিল্প মালিক, সাবেক ব্যবসায়ী নেতা ও প্রার্থীরা।

এ সময় রুবানা হকসহ ফোরাম প্যানেলের সাবেক নেতারা বিগত দিনের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। একই সাথে ভোটারদের সামনে ফোরাম প্যানেলকে জয়ী করার আহ্বান জানান তারা।

ঐক্যের শক্তি কর্মের অগ্রগতি স্লোগান নিয়ে প্রার্থীরা বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে আগামীতে সব ব্যবসায়ীদের নিয়ে শিল্পের স্বার্থে একসাথে কাজ করবে।

আসন্ন 'বিজিএমইএ'র নির্বাচনে 'ফোরাম' প্যানেল লিডার ফয়সাল সামাদ, এম সাজেদুল করিম, এম এ সালাম, কাজী মিজানুর রহমান, মোঃ শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান (বাবলু), মোহাম্মদ সোহেল, শেখ এইচ এম মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, মাশেদ আর. আব্দুল্লাহ, মোঃ খায়ের মিয়া, শাহ্ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, খান মনিরুল আলম, সামিহা আজীম, ওসামা তাসীর, এ এম মাহমুদুর রহমান, নাফিস উদ দৌলা, শারেক রহিম, আসিফ ইব্রাহিম, মজুমদার আরিফুর রহমান, এম সাফদার হোসেন (দীপু) রুমানা রশীদ, ওয়াসিম জাকারিয়া, মাহির মান্নান, মোঃ রেজওয়ান সেলিম, সেলিম রহমান, মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, মোঃ রফিক চৌধুরী, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, ওদুদ মোহাম্মদ চৌধুরী, বিজয় শেখর দাশ, আরশাদু রহমান, মোরশেদ কাদের চৌধুরী ও রিয়াজ ওয়ায়েদ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ ২০২৪-২০২৬ মেয়াদে বিজিএমইএ'র নির্বাচনে 'ফোরাম' ও 'সম্মিলিত পরিষদ এ দুটি দল অংশগ্রহণ করবে।

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

Something went wrong!