
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ টি ইউনিয়নের বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা ৬ জন, সতন্ত্র ২জন, আওয়ামীলীগ বিদ্রোহী ১জন।
১ নং মির্জাপুর ইউনিয়নে মিছলু আহমেদ চৌধুরী আওয়ামীলীগ বিদ্রোহী (ঘোড়া) প্রতীক তিনি ৫,৭৯০ টি ভোট পেয়ে জয়ী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী অপূর্ব চন্দ্র দেব (নৌকা) প্রতীকের তিনি ৫,৬১৬ টি ভোট পেয়েছেন।
২ নং ভূনবী ইউনিয়নে আব্দুল রশিদ ( নৌকা) প্রতীকে তিনি ৮,০৭৫ টি ভোট পেয়ে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ ইদ্রিস আলী (ঘোড়া) প্রতীকে তিনি৬১১৪ টি ভোট পেয়েছেন।
৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে মো দুধু মিয়া (ঘোড়া) প্রতীকে ১০,৯৩২ টি ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত প্রার্থী মো আবু তালেব বাদশা নৌকা প্রতীকে তিনি ৮,১৩১ টি ভোট পেয়েছেন৷
৪ নং সিন্দুর খান ইউনিয়নে ইয়াসিন আরাফাত রবিন ( ঘোড়া) প্রতীকের তিনি নিয়ে ৭৭৩৯ টি ভোট পেয়ে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত আব্দুল্লাহ আল হেলাল (নৌকা) প্রতীকে তিনি ৭১৪৯টি ভোট পেয়েছেন।
৫ নং কালারপুর ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা এম এমতলিব( নৌকা) প্রতীকে তিনি ৬১৫০ টি ভোট পেয়ে জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ ফজলুর রহমান ফজলু (ঘোড়া) প্রতীকে তিনি ৫০৫১ টি ভোট পেয়েছেন।
৬ নং আশিদ্রোন ইউনিয়ন রনেন্দ্র প্রসাদ বর্ধন (নৌকা) প্রতীকে তিনি ১০,৪৩৪ টি ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত মোঃ তাজ উদ্দীন ( আনারস) প্রতীকে তিনি ৭২২৬ টি ভোট পেয়েছেন।
৭ নং রাজঘাট ইউনিয়নে বিজয় বেনার্জি (নৌকা) প্রতীক তিনি ১১,২৬৬ টি ভোট পেয়ে জয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বিতা ধীমান চন্দ্র বসাক ( আনারস) প্রতীকে তিনি ১৬৮৩ টি ভোট পেয়েছেন।
৮ নং কালীঘাট ইউনিয়নে প্রানেশ গোয়ালা( নৌকা) প্রতীকে তিনি ৬৯৭৪ টি ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত প্রার্থী বিজয় হাজরা ( আনারস) প্রতীকে তিনি ৩৮৭১ টি ভোট পেয়েছেন।
৯ নং সাতগাঁও ইউনিয়নে দেবাশীষ দেব রাকু( নৌকা) প্রতীক, তিনি ৪১৭৭টি ভোট পেয়ে জয়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত মিলন শীল আনারস প্রতীকে তিনি ২৭৮২টি ভোট পেয়েছেন।
শান্তিপূর্ণভাবে শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে। তবে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্র গুলোতে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো। নয়টি ইউনিয়নের মোট ভোটার ছিলো ২ লক্ষ্য ১৪ হাজার ৪৩ জন।
শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন, শ্রীমঙ্গল রিটানিং তপন জ্যোতি, রড়লেখার নির্বাচণ কর্মকর্তা চৌধুরী, এস এম সাদিকুর রহমান, শ্রীমঙ্গল রিটারিং অফিসার ( মৎস) কর্মকর্তা মোঃ ফারাজুল কবির।
ঢাকানিউজ২৪.কম / মোঃ জহিরুল ইসলাম/কেএন
আপনার মতামত লিখুন: