
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুরে অটো রিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের নিকট থেকে চোরাই অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ পাগলা থানার মশাখালি ইউনিয়নের বলদি গ্রামের আঃ বাতেনের পুত্র দেলোয়ার হোসেন লিক্কন (১৯) ও জামালপুরের ইসলামপুর পাথর্শী ইউনিয়নের পূর্ব হাড়িয়া বাড়ী গ্রামের সুজনের পুত্র জুয়েল(২২)।
পুলিশ সূত্রে জানাগেছে, গত ৯ এপ্রিল রাতে পাথর্শী ইউনিয়নের পাথর্শী গ্রামের রাজু আহমেদের পুত্র সাকিবুল হাসান মোজাআটা গ্রামের ইটভাটা মোড়ে অটো রিক্সা রেখে পাশের দোকানে গেলে এসে অটোবাইকটি দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। পরের দিন থানায় বাবা রাজু আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ১০ এপ্রিল রাতেই পুলিশ তথ্যের ভিত্তিতে পৌর এলাকার টংগের আগলা এলাকায় অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে আটক করে এবং অটোরিক্সাটি উদ্ধার করে।
অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান, অটো চুরির অপরাধে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। ঈদকে সামনে রেখে চোর চক্রদের গ্রেফতারে প্রতিনিয়তই অভিযান চলবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: