• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জার্মানিকে পরাজয়ের কারণে ছুটি চায় জাপানিরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২১ পিএম
জার্মানিকে পরাজয়ের কারণে ছুটি চায় জাপানিরা
জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে জাপান

নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় সৌদি আরব। ঐতিহাসিক এ জয়ের পর দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর জার্মানিকে হারিয়ে দ্বিতীয় অঘটনের জন্ম দেয় জাপান। এই জয়ের পর তারাও দেশটির সরকারের কাছে দুই দিনের ছুটি দাবি করেছে।

বুধবার দোহার খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। আর জার্মানদের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ের পর দেশটিতে ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। দ্য গার্ডিয়ান এমনটাই জানিয়েছে।

জার্মানির বিপক্ষে যখন জাপান জয় তুলে নেয় তখন দেশটিতে প্রায় মধ্যরাত ছিল। ওই সময়ও এ জয় উদযাপনে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তখনই তাদের অনেকে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে দাবি জানান, সৌদি আরবের পথ অবলম্বন করে যেন জয় উদযাপনে জাপানেও সরকারি ছুটি ঘোষণা করা হয়।

অলৌকিক ব্যাপার হলো, প্রায় ২৯ বছর আগে কাতারের দোহাতেই কেঁদেছিলেন জাপানি সমর্থকরা। সে বছর ইরাকের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচে খেলতে নামে জাপান। ম্যাচের শেষ মুহূর্তে ইরাক গোল দিলে তাদের আর বিশ্বকাপ খেলা হয়নি। 

জার্মানির বিপক্ষে জয় পাওয়ার পর দোহার সেই ম্যাচের কথাই বলেছেন অনেক জাপানি। তারা বলছেন, ২৯ বছর আগে যে কষ্ট তারা পেয়েছিলেন জার্মানির বিপক্ষে জয়ের মাধ্যমে সেই কষ্ট লাঘব হয়েছে। তাই সেটা উদযাপন করতেই ছুটির দাবি জানানো হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image