• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৬ এএম
টস জিতে
ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক : বাংলাদেশ টস জিতে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং নিয়েছিল। সে ম্যাচে ওই পরিকল্পনায় এগিয়ে বেশ সফলও হয়েছিল টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিং নিয়েছেন।

সিরিজের প্রথম ম্যাচে কোনো বিশেষজ্ঞ স্পিনার দলে নেয়নি পাকিস্তান। সেটার অভাবও ভালোভাবেই টের পেয়েছে তারা। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ শান মাসুদদের সেই আফসোসটা বাড়িয়েছেন কয়েক গুনে।   

প্রথম ম্যাচের জয়ী একাদশ থেকে এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হালকা ইনজুরি থাকায় এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে শরিফুল ইসলামকে। তার পরিবর্তে দলে এসেছেন তাসকিন আহমেদ।   
 
দ্বিতীয় ম্যাচে আর একই ভুঅ্যা করেনি পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির বদলি হিসেবে আবরার আহমেদকে নিয়েছে তারা। নাসিম শাহের জায়গায় দলে এসেছেন মির হামজা। 
 
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা। 
 
পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, খুররম শেহজাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আলী, মির হামজা।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image