• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২৭ পিএম
মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) ভোরে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত দুদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন বিএনপির এই নেতা। আজকে অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় ভোরে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

বিএনপির নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে তার পরিবার দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেন শায়রুল।

মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, গত দুদিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বার বার বমি হচ্ছিল। আজকে অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আপাতত মুখে কোনো খাবার খেতে পারবে না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য।

গত রোববার (১৫ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য, সাবেক তথ্যমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image