
নিউজ ডেস্ক: চীনের শীর্ষ কূটনীতিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন। বুধবার তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর চীনের কোনও কর্মকর্তার এটিই প্রথম মস্কো সফর।
গত মাসে চীনা প্রেসিডন্ট শি জিনপিংয়ের শীর্ষ পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে ওয়াংয়ের নাম ঘোষণা করেন। আট দিনের আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে মস্কোতে পৌঁছালেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াং বৈঠক সম্পর্কে চীন বা রাশিয়া কোনও পক্ষই স্পষ্ট বক্তব্য দেয়নি। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ওয়াং ও পুতিনের মধ্যকার বৈঠকের বিষয়টি বাদ দেওয়া হয়নি।
পেসকভ বলেছিলেন, রাশিয়া-চীনের সম্পর্ক বহুমুখি এবং মিত্র প্রকৃতির। এজেন্ডা একেবারে স্পষ্ট ও খুব বিস্তৃত। অনেক কিছু নিয়ে আলোচনা হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সফর চীন ও রাশিয়াকে নিজেদের কৌশলগত অংশীদারত্ব এবং স্বীয় স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময়ের সুযোগ দেবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: