• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:১০ পিএম
র‍্যাব-১২
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পাবনা জেলার পৈলানপুরের রাহাত চৌধুরী ওরফে হীরা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী তুষার (৩৪) কে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা।

রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন, 

গতকাল শনিবার (২২ জুলাই) ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়।মৃত্যুদন্ডপ্রাপ্ত তুষার পাবনা জেলা সদরের পৈলানপুর গ্রামের মিজানুর রহমান মিজানের ছেলে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ২০০৮ সালের ২৮ মে রাহাত চৌধুরী হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারিতে রায় প্রদান করে আদালত।
রায়ে তুষার ও মিজান নামে দুই আসামীকে মৃত্যুদন্ড ও তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। 
গত ৮ এপ্রিল মৃত্যুদন্ডপ্রাপ্ত মিজানকে গ্রেপ্তার করলেও তুষার পলাতক ছিলেন। 

গত কাল শনিবার ঢাকার কামরাঙ্গীরচর নবী নগর এলাকায় অভিযান চালিয়ে তুষারকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব অধিনায়ক আরো বলেন, হীরা হত্যা কান্ডের পর থেকে আসামী তুষার পলাতক ছিলেন। সে একাধিক মামলার পলাতক আসামী, কুখ্যাত সন্ত্রাসী এবং ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image