মোস্তাফিজুর রহমান রাফি, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ৩ আবাসিক হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। পদত্যাগ করা তিন হল প্রভোস্ট হলেন- আলাওল হলের সৃজিত কুমার দত্ত, এ এফ রহমান হলের আলী আরশাদ এবং সোহরাওয়ার্দী হলের শেখ সাদি।
শনিবার (১০ আগষ্ট) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রক্টরিয়াল বডির পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছেন প্রক্টর অহিদুল আলম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় নিরব ভূমিকা পালন করায় উপাচার্যসহ, প্রক্টর, প্রভোস্টদের পদত্যাগের দাবি তুলেন সমন্বয়করা। পদত্যাগ না করলে একপর্যায়ে উপাচার্য, প্রক্টর ও প্রভোস্টের কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগ করেছেন প্রক্টরিয়াল বডি বলে জানিয়েছেন প্রক্টর অহিদুল আলম।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর অধ্যাপক অহিদুল আলম ঢাকা নিউজ ২৪ কে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। চলামান পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে পদত্যাগ করেছি।
এর আগে, শুক্রবার (৯ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা পদত্যাগের আল্টিমেটাম দেয়া সত্ত্বেও পদত্যাগ না করায় উপাচার্য, প্রক্টর, প্রভোস্টদের কার্যালয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: