
নিউজ ডেস্ক: ৮ মার্চ ২০২২ (মঙ্গলবার) তারিখে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলের ৬৭তম জন্মদিন উপলক্ষে তানভীর মোকাম্মেলের জীবন ও কর্মকান্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রনির্মাণ ও চলচ্চিত্রভাবনা নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৮ই মার্চ বিকাল ৫.০০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ভারতের চলচ্চিত্রনির্মাতা প্রয়াত তাপস বিশ্বাস পরিচালিত “তানভীর মোকাম্মেল: এক বিকল্প ভাবনার চলচ্চিত্রকার” প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হবে।
সেই সাথে বাংলাদেশের চলচ্চিত্র গবেষক রাজীদ সিজন রচিত “তানভীর মোকাম্মেল: এক অঁতর চলচ্চিত্রকার” বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক শ্রদ্ধেয় তানভীর মোকাম্মেল উপস্থিত থাকবেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: