• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের নিয়ম পরিবর্তন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩৪ পিএম
বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের নিয়ম পরিবর্তন
টি-টোয়েন্টি বিশ্বকাপ

নিউজ ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে নতুন এক নিয়ম করা হয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির কারণে কয়েকটি ম্যাচ বাদ গেছে। আর কিছু ম্যাচ ওভার কমিয়ে খেলানো হয়েছে। তাতে ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমানে অনেক ভুল হয়েছে। 

আইসিসির আইন অনুযায়ী টি-টোয়েন্টির একটি ম্যাচ নির্ধারণের জন্য কমপক্ষে ৫ ওভার খেলতে হবে উভয় দলকে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব এবং সুপার টুয়েলভের ম্যাচেও এ নিয়ম বজায় ছিল। তবে অস্ট্রেলিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল এবং ফাইনালেও। সে কারণে এই তিন ম্যাচের জন্য প্রতি দলকে ব্যাট করতে হবে কমপক্ষে ১০ ওভার। তাতেই ফল নির্ধারণ করা হবে। 

এর মানে সেমিফাইনালে কিংবা ফাইনালে বৃষ্টির বাগড়া দেখা দিলে। ম্যাচে সর্বনিম্ন ১০ ওভার খেলতে হবে। আর যদি বৃষ্টির বাঁধায় মাঠে খেলা গড়াতেই সমস্যা হয়, তবে এই তিন ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। 

এদিকে বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালে নিয়ম পরিবর্তন করে ইনিংস প্রতি ১০ ওভার খেলানোর সিদ্ধান্ত এবারই প্রথম নয়। ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই নিয়ম ছিল।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image