• ঢাকা
  • সোমবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবরোধের ২য় দিনে যান চলাচল বেড়েছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৩ এএম
অবরোধের ২য় দিনে
যান চলাচল বেড়েছে

নিউজ ডেস্ক :  বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সারাদেশে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল গতকালের চেয়ে বেশি দেখা গেছে। রাস্তায় মানুষও দেখা গেছে বেশি।

রাজধানীর খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর এলাকার রাস্তায় অনেককে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত করতে দেখা গেছে। প্রাইভেটকার তেমন চোখে পড়েনি। তবে কিছু বাস চোখে পড়েছে। 

সকালে তেজগাঁও ট্রেন স্টেশন হয়ে কমলাপুরের দিকে যেতে দেখা গেছে ট্রেন। 

রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বনানী, পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, শেওড়াপাড়া মোড়, খেজুরবাগান, পল্টনে গাড়িতে করে পুলিশ ও র‍্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।

সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আগামীকাল সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচির শেষ দিন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image