নিউজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ৭ আগস্ট (বুধবার) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব এবং অদ্যাবধি বাম প্রগতিশীলদের সাথে কোনো আলোচনা করা হয়নি।
অথচ দেশবাসীর সামনে বলা হয়েছে যে, সকল রাজনৈতিক দলের সাথে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু বাম প্রগতিশীল দলের সাথে কোনো আলোচনা না করার ফলে দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুসহ জনগণের জান-মালের ওপর আঘাত হানা হচ্ছে। একইসাথে নতুন করে দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা ঘটছে।
এমতাবস্থায় নেতৃবৃন্দ অবিলম্বে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ গ্রহণ করে অতিসত্ত্বর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
একইসাথে কমিউনিস্ট পার্টির সদস্য, সমর্থক, বাম প্রগতিশীল শক্তিসহ স্থানীয় সচেতন, দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জান-মালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করার আহ্বান জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: