
নিউজ ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৬০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভূট্টা বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলা পরিষদের এডিপি বরাদ্দের অর্থায়নে ১৬টি ইউনিয়নের কৃষকের মাঝে জন প্রতি ২ কেজি করে ভূট্টা বীজ বিতরণ করা হয়।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে অফির্সাস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরাগী।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল কুদ্দুস মোল্লা, উপ সহকারী কৃষি অফিসার্র মো. মিজানুর রহমান প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: