
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর মানব কল্যাণ যুব সংগঠন ও গণ মেধা বিকাশ পাঠ্য গ্রন্থাগার এর আয়োজনে সেমন্তঘর,মেরকুটা,গঙ্গানগর ও দূর্গাপুর গ্রামের এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেমন্তঘর হাজ্বী আব্দুল জলিল প্রি ক্যাডিট স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।
সেমন্তঘর মানব কল্যাণ যুব সংগঠন ও গণ মেধা বিকাশ পাঠ্য গ্রন্থাগার এর সভাপতি শরিফুল ইসলাম সাদেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ,সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান,ইউনিয়ন যুবলীগ সভাপতি রবিউল আলম রুবেল,লেখক ও কবি জমির হোসেন পারভেজ,জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুমি,শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মমিনুল ইসলাম,কবি হোসাইন আহমেদ,ইমাম হোসেন প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: