
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী থানার কাকলী ব্রিজের কাছে বন্ধু দাস কৃষ্ণ সাহা (৫৭) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। ধারাণা করা হচ্ছে
অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভাশিস সরকার বিষয়টি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রথমে নিহতের পরিচয় পাওয়া না গেলেও পরে তার স্বজনরা সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন। নিহত কৃষ্ণ সাহা নারায়ণগঞ্জ সদরের উকিলপাড়া এলাকার মৃত হরি বাসর সাহা ও সেফালী সাহার ছেলে। বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসায় পরিবারের সাথে থাকতেন তিনি। মৃতের সন্তানরা প্রবাসে থাকেন।
এ কর্মকর্তা আরেও বলেন, নিহত ব্যাক্তি পেশায় ব্যাবসায়ী ছিলেন। তিনি কোন গাড়ির ধাক্কায় মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে শুনেছি পিক-আপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে, যেহেতু বিষয়টি তদন্তধীন রয়েছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: