
সৈয়দ মাহমুদ শাওন, (রাজশাহী) : রাজশাহীর তানোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার তানোর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ১ তানোর গোদাগাড়ী সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, স্বাগত বক্তব্য রাখেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমদ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালেয়র বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওয়াতায় ২০২২-২৩ অর্থ বছরে তানোর উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: