• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাজেকের রিসোর্ট, রেস্তোরাঁ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৬ পিএম
সাজেকে অগ্নিকাণ্ড
সাজেকে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্টার: বাঘাইছড়ির সাজেক পর্যটন এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট, এক রেস্তোরাঁ ও একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে আগুনের এই ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া রিসোর্টগুলো হলো অবকাশ, মেঘছুট ও  সাজেক ইকোভ্যালি। রেস্তোরাঁর নাম মারুতি। এছাড়া জাকারিয়া লুসাই নামে এক ব্যক্তির একটি বসতঘর পুড়েছে। অবকাশ রিসোর্টের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দীঘিনালার ফায়ার সার্ভিস সদস্যরা সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে তিন কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সবার সহযোগিতায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। পার্শ্ববর্তী কিছু রিসোর্টও আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image