
মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে হাসনাবাদ হাউজিং শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরন করা হয়েছে। ২৮ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ টায় হাসনাবাদ হাউজিং শাখা বিদ্যালয় প্রাঙ্গণে এ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাঢ্যা আট নং ওয়ার্ড মেম্বার হাজি মোঃ ওহেদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক হাজি মোঃ সুরুজ্জামান, এ্যাড. মোঃ আলাউদ্দিন, আল হেরা ইসলামিয়া হাই স্কুল এর প্রতিষ্ঠাতা সভাপতি মনর উদ্দিন, হাজি মোঃ হোসাইন আহমেদ, আল হেরা ইসলামিয় হাই স্কুলের পরিচালক রিয়াজ উদ্দিন বখস লিটন, আব্দুর সাত্তার, প্রধান শিক্ষক হাজি মোঃ মাছুমসহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা ও হাসনাবাদ হাউজিং শাখার অভিভাবক, অভিভাবিকা ও স্কুলের ছাত্র/ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীদের শান্তনা পুরুষ্কার প্রদান করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: