• ঢাকা
  • বুধবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নারীদের ক্যারিয়ার গড়তে ব্রিটিশ কাউন্সিলের বৃত্তি প্রকল্প


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৩ পিএম
ক্যারিয়ার গড়তে
নারীদের ব্রিটিশ কাউন্সিলের বৃত্তি প্রকল্প

নিউজ ডেস্ক : যেসব নারী শিক্ষার্থী যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল কিংবা গণিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, ব্রিটিশ কাউন্সিল বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের উচ্চশিক্ষা গ্রহণ অব্যাহত রাখতে সহায়তা করবে।  

দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ নির্বাচিত দেশসমূহ থেকে ১শ’রও বেশি নারী শিক্ষার্থীকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অথবা আর্লি অ্যাকাডেমিক ফেলোশিপ অর্জনে সম্মানজনক এ বৃত্তি প্রদান করা হবে। এর ফলে নারী শিক্ষার্থীরা স্টেম বিষয়ে অধ্যয়নের মাধ্যমে তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। 

যুক্তরাজ্যের ১৯টি বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশিপে এ বৃত্তি প্রকল্পের অধীনে রয়েছে টিউশন ফি, মাসিক বৃত্তি, ভ্রমণ ব্যয়, ভিসা ও হেলথ কাভারেজ। যদি কোনো নারী অন্যের উপর ডিপেন্ডেন্ট থেকে থাকে তাহলে অতিরিক্ত সহায়তা সহ এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

ইউএন সায়েন্টিফিক এডুকেশন অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (ইউনেস্কো) তথ্য অনুযায়ী, বিশ্বের ৩০ শতাংশের কম গবেষক হচ্ছেন নারী এবং নারী শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৩০ শতাংশ উচ্চশিক্ষায় গ্রহণের সময় স্টেম সংশিষ্ট বিষয় নির্বাচন করেন। বৈশ্বিকভাবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের হার সবচেয়ে কম (৩ শতাংশ); এক্ষেত্রে, এর পরের অবস্থানে রয়েছে প্রকৃতি বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান (৫ শতাংশ); এবং প্রকৌশল, উৎপাদন ও নির্মাণ (৮ শতাংশ)। গত সেশনে ১২০ জন শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে তাদের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে ভর্তি হয়েছেন।    

বাংলাদেশ থেকে আগ্রহীরা মাস্টার্স ডিগ্রি ও আর্লি অ্যাকাডেমিক ফেলোশিপ, উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারবেন। 

এ নিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক টম মিশসা বলেন, “আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের উচ্চশিক্ষায় আবারও স্টেম বৃত্তির ব্যাপারে ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ বৃত্তি তাদের জীব্ন পরিবর্তনে ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে বাংলাদেশের মেধাবী নারী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি কংবা আর্লি অ্যাকাডেমিক ফেলোশিপ অর্জন করতে পারবেন। আমি বাংলাদেশের আগ্রহী আবেদনকারীদের দক্ষিণ এশিয়ার জন্য আবেদনের যোগ্যতাগুলো দেখতে এবং দ্রুত আবেদন করতে উৎসাহিত করছি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image