
ইবি প্রতিনিধি : জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ সুবিধা বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের আয়োজনে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে জাপানের সুবিধাগুলো তুলে ধরেন টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োশীও মায়েদা ও এভরি জাপান গ্রুপের সিইও কাওয়ামোতে ইয়াশুহিরো। বিদেশে উচ্চশিক্ষা নিতে বিশ্ববিদ্যালয় নির্ধারণ ও আবেদনসহ বিভিন্ন সমস্যার সমাধানে পদ্ধতি ও কৌশলগত ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সেমিনার শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়া সেমিনারটি সভাপতিত্ব করেন আইআইইআর এর পরিচালক অধ্যাপক মামুনুর রহমান। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: