
জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় অপহৃত দুই কাঠুরিয়াকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) বিকাল ৫ টার সময় বাহারছড়ার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করেছে বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান।
এরআগে দুপুর ২ টার সময় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়ার বাসিন্দা নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ, আলী আকবরের ছেলে আব্দুল হাফেজকে পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গেলে সেখান থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্তরা।
বিষয়টি পুলিশকে জানালে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: