• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চবিতে শাটল ট্রেনের চালককে ‘অপহরণ’


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২৪ পিএম
শাটল ট্রেনের চালককে ‘অপহরণ’
শাটল ট্রেন

নিউজ ডেস্ক : ষোলশহর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাটল ট্রেনের চালক আবু তাহেরকে ট্রেন থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কারা নিয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ট্রেনের হোসপাইপও কেটে দেয়ায় কোনো শাটল ট্রেন শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর পদবঞ্চিতের অবরোধের মধ্যেই শাটল ট্রেনের চালককে অপহরণের অভিযোগ উঠেছে।

করে ষোলশহর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বলেন, ‘সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাটল ট্রেন নগরীর ঝাওতলা রেলস্টেশনে এসে পৌঁছালে দুর্বৃত্তরা লোকোমাস্টার আবু তাহেরকে ট্রেন থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা ট্রেনের হোসপাইপও কেটে দিয়ে যায়।’

আরও বলেন, ‘কারা তাকে নিয়ে গেছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হোসপাইপও কেটে দেয়ায় কোনো শাটল ট্রেন শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি। অবরোধের কারণে শিক্ষক ও স্টাফ বাসও ক্যাম্পাস ছেড়ে যেতে পারেনি।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘সকালে লোকোমাস্টারকে অপহরণ করা হয়েছে জেনেছি। কমিটি নিয়েই এই ঘটনা। আন্দোলনরতরা তাদের দাবি দাওয়ার জন্য লোকমাস্টারকে নিয়ে গেছেন। আমরা আন্দোলনরতদের সঙ্গে কথা বলছি।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image