• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমন করতে চায় : ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১৩ পিএম
সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমন
বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমন করতে চায়। তিনি আরও বলেন, শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনের মধ্যদিয়ে সরকারকে পরাজিত করা হবে।

সোমবার (০১ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় গুলিতে নিহত কর্মীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ভোলার ঘটনা জানান দিচ্ছে, সরকার পুলিশ দিয়ে গুলি করে আন্দোলনকে দমন করতে চায়।

রোববার (৩১ আগস্ট) ভোলায় সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম নিহতের ঘটনায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতারা বলেন, ভোটের মাঠ খালি করতেই বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে গুলি করা হচ্ছে।

এদিকে ভোলায় বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টায় পুলিশ পাহারায় ময়নাতদন্ত করা হয়। দুপুরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা।

তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিমের মৃত্যু ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। মামলায় ৭৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। জেলা বিএনপি অফিসসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বাদী এসআই মো. জসিম উদ্দিন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘মামলা ২টি একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত। এ কারণে পুলিশের পক্ষ থেকে হত্যা মামলায় বাদী হয়েছে। এছাড়া, ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি।’

এছাড়াও বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টার পর বরিশালসহ সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image