
নিউজ ডেস্ক : কৃষি এবং কৃষকের সংকট নিরসনে বাংলাদেশ কৃষক সমিতির ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং জোরদার কৃষক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে ও কৃষি-কৃষক বাঁচাতে শত সংগ্রামের ঐতিহ্যবাহী কৃষক সংগঠন বাংলাদেশ কৃষক সমিতির চতুর্দশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৬ ফেব্রুয়ারী বাংলাদেশ কৃষক সমিতির চতুর্দশ জাতীয় সম্মেলনের উদ্বোধন বগুড়ার আলাতাফুন্নেছা মাঠে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের স্লোগান হলো কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও দেশ বাঁচাও।
সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন গাইবান্ধার বাগদাফার্ম ভুমি আন্দোলনের নেতা বিমল কিসকু। বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি এড. এস এম এ সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোঃ শাহ আলম, সিপিবির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এড আনোয়ার হোসেন রেজা, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কমরেড নিমাই গাংগুলি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবিদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ।
সম্মেলনে বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের সিপিআই এর সদস্য সারা ভারত কৃষক সভার জাতীয় পরিষদ সদস্য ও পশ্চিমবঙ্গ কৃষক শাখার সম্পাদক তরিত কুমার চক্রবর্তী, এম.এল.পি.ডি প্রতিনিধি ফার্মাস অর্গানাইজেশন জার্মানির গার্ড জিটনার, নেপালের অল নেপাল পিপলস ফেডারেশন (এপিএফএ) এর সভাপতি ভৈরব রাজ রীগমি, ইনচার্জ পিজেন্টস উইমেন সংগঠন (এপিএফএ) এর সাবিত্রা ডাখাল রিগমী।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, শাহাদাৎ হোসেন,সিপিবির সহ সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, মাহবুব আলম, লক্ষী চক্রবর্তী, রথিন চক্রবর্তী, সহিদুল্লাহ সবুজ সহ ছাত্র, যুব সংগঠনের নেতৃবৃন্দ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: