
নিউজ ডেস্ক: যার নেতৃতে তালেবানরা এত বড় সাফল্য পেল যিনি হবেন আফগানিস্তানের প্রধান সেই তালেবানের সেই সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুনজাদার কোনো খোজ পাওয়া যাচ্ছে না। তালেবান শীর্ষ অন্য নেতারা মিডিয়ার সামনে এলেও খোজ নেই আখুনজাদার।
ভারত সরকার বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ সংক্রান্ত খবর অনুসন্ধানে অনুমান করছে আখুনজাদা পাকিস্তান সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। বিগত ৬ মাস আখুনজাদাকে কোনো তালেবান শীর্ষ নেতার দেখা সাক্ষাৎ হয়নি। তবে গত মে মাসের রোজার ঈদে আখুনজাদা তালেবানদের উদ্দেশে বিবৃতি দেয়।
আফগান ইস্যুকে পাকিস্তানে কিভাবে সামাল দেয় তা দেখার অপেক্ষায় আছে ভারত।
২০১৬ সালে আখুনজাদাকে তালেবানের প্রধান করা হয়। ওই বছর তালেবান প্রধান আকতার মানসুরকে ড্রোন হামলায় হত্যা করে আমেরিকা। আকতার মানসুরের পর আখুনজাদা হোন তালেবান প্রধান।
বার্তা সংস্থা এএফপি আখুনজাদাকে একজন চরমপন্থি ইসলামিক বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। তালেবানে তিনি একজন আইন বিশেষজ্ঞ।
ঢাকানিউজ২৪.কম / সুমন দত্ত
আপনার মতামত লিখুন: