• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় মদসহ দুই যুবক আটক 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায়
ভারতীয় মদসহ দুই যুবক আটক 

রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের  ওয়াসু সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় মদ  বিক্রয়ের উদ্দেশ্যে তরকারির ক্যারেট করে আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বোতল ভারতীয় মদ সহ কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪) ও সজীদ চাকমা (১৯) নামক দুই জনকে গ্রেফতার করেছে  মাটিরাঙ্গা থানা পুলিশ।

রোববার (১২ মার্চ)  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাকারিয়ার দিক নির্দেশনা অনুূযায়ী মাটিরাঙ্গা থানার উপ-পরির্দশক (এসআই) মো:সাদ্দাম হোসেন এর নেতৃ‌ত্বে উপ-পরির্দশক  (এসআই) মাসুদ আলম পাটোয়ারী, উপ-সহকারি পরির্দশক  (এএসআই) কামরুল আরেফিন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স সাথে  নি‌য়ে মাটিরাঙ্গা উপজেলার  ওয়াসু সীমান্ত দিয়ে অবৈধ ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে তরকারির ক্যারেট করে  আনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় হোন্ডা স্টেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ভারতীয় ১৬ বোতল মদ সহ  কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪) সজীদ চাকমা (১৯) কে  গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন-কুঞ্জ মোহন ত্রিপুরা (২৪) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের  দন্তিরাম পাড়ার এলাকার দেবেন্দ্র ত্রিপুরার ছেলে। একই গ্রামের বাসিন্দা সুসময় ত্রিপুরা ছেলে সজীদ চাকমা(১৯)।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো: জাকা‌রিয়া ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রীর  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে মাটিরাঙ্গা থানা পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে। গ্রেফতার কৃতদের বিরু‌দ্ধে  আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়েছে বলে জানান তিনি। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image