• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোববার সব ট্রেন চলাচল বন্ধ 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০৭ এএম
রোববার সব ট্রেন বন্ধ 
ট্রেন চলাচল বন্ধ 

নিউজ ডেস্ক : সারাদেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে রোববার। রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ খান শনিবার (৩ আগস্ট)  রাতে জানান, অনিবার্য কারণবশত রোববার সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।

এর মধ্যে শনিবার রাতে সব ধরনের ট্রেন বন্ধের সিদ্ধান্ত আসে। কিন্তু কেন এই সিদ্ধান্ত তা আনুষ্ঠানিকভাবে জানায়নি রেলওয়ে। তবে সংস্থাটির সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনে এক দফা আন্দোলনের ঘোষণা করায় এবং তাদের প্রতিহতে আওয়ামী লীগ রাজপথে নামার ঘোষণা দেওয়ায় রোববার সহিংতার আশঙ্কা রয়েছে। এ কারণেই সব ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টানা ১৩ দিন বন্ধ থাকার গত বৃহস্পতিবার সী‌মিত প‌রিস‌রে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল। কারফিউ শিথিল থাকাবস্থায় স্বল্প দূরত্বের লোকাল ও কমিউটার ট্রেন গত তিন দিন চলেছে। জানানো হয়েছিল, দু-তিন দিনের মধ্যে আন্তঃনগর ট্রেন চালু হবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image