• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নাসিরনগরের চৈত্র মাসের অষ্টমী তিথিতে পূন্যস্নানের মেলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৯ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৫ পিএম
তীর্থ গামী অতিথিগন পূন্যস্নান শেষে চন্ডিতলা
অষ্টমী তিথিতে পূন্যস্নানের মেলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের, ভলাকুট লংগন নদীর পাড়ে ও ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক মোড়াকরি সীমান্তের কালি বাড়ি মন্দিরে চৈত্র  মাসের অষ্টমী তিথীতে শত শত বছরের পুরোনো ঐতিহ্যবাহি পূণ্য তীর্থ  স্নানের মেলা  ৯ এপ্রিল ২০২২ রোজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ।

ভলাকুট বাজারের পূর্ব উত্তর পার্শ্বে বটবৃক্ষ আবৃত্ত চন্ডীতলা হাজারো সনাতন ধর্মাবলম্বীরা  ও তীর্থ গামী অতিথিগন পূন্যস্নান শেষে চন্ডিতলা  মন্দিরে ভক্তি নিবেদন করেন। বিগত দু বছরে  করোনা মহামারীর কারনে অষ্ঠমী তিথীতে লোকের তেমন কোনো সমাগম ছিলনা ।

 সরেজমিন এলাকায় গিয়ে দেখা যায় কয়েক বছরের ইতিহাসে ও এত লোকের  সমাগম হয় নাই। এবছর তার বিরল দৃষ্টান্ত। বাজারের মিষ্টি  ব্যবসায়ী গৌতম দেব এর সঙ্গে  কথা হয় এক পর্যায়ে তার বেচাকেনা কেমন হয়েছে জানতে চাইলে  সে জানায় অন্যান্য বছরের তুলনায় এই বছর বেচাকেনা অনেক ভাল। আরো জানায় এ বছর এত লোকের সমাগম হবে তা আমরা বুঝতে পারিনি। যদি  ধারণা করতে পারতাম তাহলে দোকানে  আগ থেকেই মালামাল আরো বেশী করে সংগ্রহ করে রাখতাম ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image