• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে আবারও গ্রীলকাটা ও তালাভাঙ্গা চোরের উপদ্রব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৪ পিএম
গ্রীলকাটা ও তালাভাঙ্গা চোর
চোরের উপদ্রব

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ শহরে আবারও গ্রীলকাটা ও তালাভাঙ্গা চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার রাতে ময়মনসিংহের পুলিশ সুপারের সাবেক স্টেনোগ্রাফার মতিউর রহমানের বলাশপুরস্থ কাশবন আবাসিক এলাকার বাসার দোতলায় গ্রিল কেটে চোর ঢুকে। চোরেরা ৪টি কক্ষের আলমারি, খাটের ড্রয়ার, ওয়ারড্রব এর তালা ভেংগে তছনছ করে। এ ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

মতিউর রহমান জানান, এসময় তার ছেলে মেয়েরা ঢাকায় অবস্থান করায় ওই কক্ষগুলো খালি ছিল। ইতোপূর্বে ওই এলাকায় এধরণের গ্রিল কেটে চুরি সংঘটিত হয়েছে। কিছু দিন আগে বাকৃবি তে চাকুরীরত একজন কর্মকর্তা কে চোর ধাক্কা দিয়ে ফেলে আহত করে। এলাকাবাসী সংঘবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে গ্রেফতার করার জন্য ওসি কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ এর নিকট দাবি জানায়।

এলাকার জনগন চোরের উপদ্রবে আতংকে আছে। এলাকাবাসী আশা করে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবেন।

স্থানীয় এলাকাবাসী জানায়, পুলিশ সুপারের সাবেক স্টেনোগ্রাফারের বাসায় গ্রীল কেটে ও তালা ভেঙে এমন দুঃসাহসিক চুরি সংঘটিত হয়ে গেছে, আর অন্য সাধারণ মানুষের বাসাবাড়ির   লোকজন নিরাপত্তাহীনতায় আতংকিত হয়ে পড়েছে।

এ দিকে কোতোয়ালি মডেল থানায় ইন্সপেক্টর তদন্ত ফারুক আহমেদ জানান,  এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / মো. নজরুল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image