• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত নাটোরের মহসিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১১ পিএম
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য
মনোনীত নাটোরের মহসিন

মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২২ এর জন্য মনোনীত হয়েছে নাটোরের সিংড়ার তরুণ সংগঠক মহসিন কবির রোশান। 

নেদারল্যান্ডস ভিত্তিক সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের ৪৬ দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

জানা গেছে, ২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে অসাধারণ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়। এই ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৭৫ জন শিশুকে এ পুরস্কার দেয়া হবে। যাচাই-বাছাই শেষে দরিদ্র শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেবামূলক কার্যক্রম ক্যাটাগরিতে তাকে মনোনীত করে কিডস রাইটস ফাউন্ডেশন।

কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়, মহসিন বাংলাদেশের মানুষের সাক্ষরতা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন এবং পাঠকদের নানাবিধ কল্যাণে অনেক প্রকল্প হাতে নিয়েছেন। মহসিন কবির রোশান দেশের জনপ্রিয় পাঠক কল্যাণমূলক সংগঠন বাংলাদেশ বুক রিডার্স এসোসিয়েশন-এর প্রতিষ্ঠাতা, যার বর্তমান সদস্য সংখ্যা লক্ষাধিক। 

বিনামূল্যে বই প্রদান সহ মানবকল্যাণমূলক নানান প্রজেক্ট চালু রয়েছে এই সংগঠনের। বাংলাদেশ বুক রিডার্স এসোসিয়েশন-এর মাধ্যমে মহসিন ইতিমধ্যেই হাজার হাজার পাঠকদের মাঝে বিনামূল্যে গল্পের বই বিতরণ করেছেন। তিনি বিনামূল্যে একাডেমিক বই প্রদান করে শত শত দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করেছেন। বিনামূল্যে কুরআন প্রজেক্ট এর আওতায় দেশের বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে কুরআন শরীফ বিতরণ করেছেন। ভবিষ্যতে, তিনি সারাদেশের পাঠকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চান এবং তারুণ্যের মাঝে বইয়ের বিপ্লব ঘটাতে চান। তিনি মনে করেন তরুণদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে পারলেই সমাজ থেকে অনেকাংশে অপরাধ কমে যাবে।

তরুণ সংগঠক মহসিন কবির রোশান নাটোর জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামের মো. সোহরাব আলী ও মোছা. মর্জিনা বেগম দম্পতির সন্তান এবং নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের শিক্ষার্থী।

মহসিন কবির বলেন, এ পুরস্কারে মনোনীত হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। সারাজীবন দেশ ও মানুষের জন্য কল্যাণমূলক কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো ২০২০ সালে এই পুরস্কার জিতেছিল সাদাত রহমান। পুরস্কারটির মোট অর্থমূল্য এক লাখ ইউরো। এটিকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক শিশুদের পদক হিসেবে বিবেচনা করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image