• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২১ পিএম
শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা ঘোষণা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন । সোমবার নিয়োগ দেয়া ১৭ সদস্যের এই নতুন মন্ত্রিসভায় একমাত্র পুরনো সদস্য প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

তীব্র অর্থনৈতিক সংকটের জেরে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়া দেশটির মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেন। তবে রাজাপাকসে পরিবারকে সংকটের জন্য দায়ী করে আন্দোলন অব্যাহত রাখেন সাধারণ মানুষ। এর পরপরই বিরোধী দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিরোধীরা। এদিকে নতুন এই সরকারে আগে মন্ত্রী থাকা প্রধানমন্ত্রীর ছেলেসহ রাজাপাকসে পরিবারের সদস্যদের জায়গা হয়নি।

১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য, জ্বালানি আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। যার ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতি এবং সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে।

 বিদ্যুৎ বিপর্যয়, খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটে ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কার জনগণ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image