• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রশ্নফাঁসে মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল হচ্ছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
প্রশ্নফাঁসে মাউশির নিয়োগ পরীক্ষা বাতিল
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

ডেস্ক রিপোর্টার: প্রশ্নফাঁসের অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি মাউশিকে জানানো হয়েছে। প্রশ্নফাঁস ঘটনার বিস্তারিত তদন্তের পর এ সুপারিশ করেছে ডিবি।

প্রশ্নফাঁসের ঘটনায় বুধবার (১৯ শে মে) সন্ধ্যা পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে রাজধানীর বড় মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় পটুয়াখালী সরকারি কলেজের প্রভাষক (৩৪তম বিসিএস) রাশেদুল ইসলামকে।

এর তিন ঘণ্টা আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয় মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব ও অফিস সহকারী নওশাদুল ইসলামকে। এ দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতেই রাশেদুল গ্রেপ্তার হন।

এর আগে, খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের গণিত শিক্ষক সাইফুল ইসলাম ও পরীক্ষার্থী সুমন জমাদ্দার গ্রেপ্তার হন। রাশেদুলের কর্মস্থল পটুয়াখালী সরকারি কলেজের কম্পিউটার অপারেটর সুমন।

গত শুক্রবার (১৩ই মে) ৫১৩টি পদে নিয়োগের লক্ষ্যে রাজধানীর ৬১টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী ছিলেন এক লাখ ৭৯ হাজার ২৯৪ জন। এক ঘণ্টার এ পরীক্ষার এমসিকিউ পদ্ধতিতে ৭০টি প্রশ্নের সবকটিই ফাঁস হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image