
আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকাপাড়া এলাকার একটি পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করে এলাকাবাসী। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মূর্তির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার উপজেলার রাতাল শালিকায় পুরোনো পুকুর খননকালে পাথরের একটি মূর্তি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা মূর্তিটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুকুর খননকালে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: