• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি: পররাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৯ পিএম
ড. এ কে আব্দুল মোমেন
আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ অন্যরা

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত 'আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক অর্জন-সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এই আলোচনা সভার আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি এবং বিশ্ববাসী এটা স্বীকারও করেছে।'

তিনি বলেন, 'যদিও কেউ কেউ এটা নিয়ে বড় বড় কথা বলেছে। কিন্তু যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচন হলো আমরা সর্বোচ্চ ভোটে জয়লাভ করলাম। তার অর্থ হলো শেখ হাসিনার প্রতি বিশ্ববাসীর আস্থা আছে। তারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখে।'

ড. মোমেন বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বর্তমান সরকার একের পর এক অর্জন করে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রীর দূরদর্শিতা।

ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। তারা আমাদের বন্ধু রাষ্ট্র। চীনের সঙ্গেও আমাদের অনেক বাণিজ্য রয়েছে। চীন ও ভারতের সাথে ভারসাম্য নিয়ে বাংলাদেশকে চলতে হয়। সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়- এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image