
আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে আদর্শ গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালনায় ‘আদর্শ বিদ্যানিকেতন’ নামক একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে আদর্শ বিদ্যানিকেতন চত্বরে এক আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম প্রধান। শিক্ষক মোঃ দারাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত সুধিজন ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানটির বৈশিষ্ট এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অনুভুতি ব্যক্ত করে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রমজান আলী।
আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, আদর্শ গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ জয়নুল হক, পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ বেলালুর রহমান, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ লিটন আলী, বিএম কলেজের প্রভাষক মোঃ সোলেমান আলী প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / মোঃ ইউসুফ আলী/কেএন
আপনার মতামত লিখুন: