• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গলে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে সংবর্ধনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম
সীমানা জটিলতা ও আদালতের আদেশের ফলে নির্বাচন আটকে যায়
অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে সংবর্ধনা

মো: জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগামী ২৮ নভেম্বর হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম পর্যটন নগরীর বহুল প্রতিক্ষিত এ নির্বাচন। সর্বশেষ ২০১১ সালে পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। পরবর্তীতে সীমানা জটিলতা ও আদালতের আদেশের ফলে নির্বাচন আটকে যায়।

২২ অক্টোবর শুক্রবার বিকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে পথ সভার করে  অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  

এর আগে নৌকার মনোনীত প্রার্থীকে লছনা থেকে গাড়ি ও মটরবাইক বহর নিয়ে দলীয় নেতাকর্মীরা শ্রীমঙ্গল পর্যন্ত নিয়ে আসেন। জরুরী সেবার গাড়ি গুলো নেতাকর্মীরা চলাচল করতে সহযোগিতার করেন।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক'র সাথে  প্রতিদ্বন্দীতা করবেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য বর্তমান মেয়র শিল্পপতি মো. মহসীন মিয়া মধু। তিনি স্বতন্ত্রভাবে এবার নির্বাচনে অংশ নিবেন বলে জানা যায়। মধু মিয়া  ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত তিন বার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আসছেন।
সৈয়দ মনসুরুল হককে শুভেচ্ছা জানাতে শ্রীমঙ্গল আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে পথ সভা করেন।

এ সময় ভক্তারা বলেন, দীর্ঘ সাড়ে ১১ বছর পর একটি কুচক্রী মহলের কারনে পৌরসভার নির্বাচন কোর্টে মামলা করে বন্ধ করে দেয় তারা। শ্রীমঙ্গল পৌরসভার বর্তমান বিএনপি এ মেয়র পৌরসভার কোন উন্নয়ন করেনি এ ক'বছরে।

একটু বৃষ্টি হলে শ্রীমঙ্গল চৌমুহনা পয়েন্ট এর ষ্টেশন রোডে হাটু পানি উঠে যায়। এটি দীর্ঘ সাড়ে ১১ বছরেও সংষ্কার করেননি তিনি। শহরের বিভিন্ন রাস্তাতে বৃষ্টি হলে পানি জমে থাকে । তাই নৌকার পদপ্রার্থী  সৈয়দ মনসুরুল হককে ভোট দিয়ে পৌরসভার উন্নয়ন করার সুযোগ দিতে পৌরবাসীর প্রতি অনুরোধ করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

 

ঢাকানিউজ২৪.কম / মো: জহিরুল ইসলাম

আরো পড়ুন

banner image
banner image