• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১১:৪১ এএম
বিসর্জনের আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব
প্রতিমা বিসর্জন মুহুর্ত

সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধি: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।  বিসর্জনের আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর লাগিয়ে দেন।

১৫ অক্টোবর বিকেলে বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়। পরে পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা শহরের ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যাওয়া হয়। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

তারপর সন্ধ্যার আগে ব্রহ্মপুত্র নদীর তীরে ফেরিঘাটের  সদরঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। এবার জামালপুর জেলায় ১৯৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / সুমন আদিত্য

আরো পড়ুন

banner image
banner image