রানীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও: দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (১৯ মে) ভূমিসেবা সপ্তাহ শুরু উপলক্ষে র্যালি ও আয়োচনা সভা অনুষ্ঠিত হয়।
ভুমি অফিসে না গিয়ে অনলাইনে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন এই প্রতিপাদ্য-সামনে রেখে এদিন সকাল ১১টায় র্যালি ও ডিজিটাল ভুমি সেবার উদ্বোধন শেষে হলরুমে এক আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম,সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, আতিকুর রহমান বকুল,শরৎচন্দ্র রায়, আবুল কাশেম, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,ইউনিয়ন ভুমি কর্মকর্তা, জাহিরুল ইসলাম,রহমত আলী ও ভুপাল চন্দ্র রায় প্রমুখ।
রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, প্রেসক্লাব পুরাতনের আহব্বায়ক কুশমত আলীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷
ঢাকানিউজ২৪.কম / হুমায়ুন কবির/কেএন
আপনার মতামত লিখুন: