
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদের উপনির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বুধবার অনুষ্ঠিত হয়েছে।
২০২০ সালের ১০ ডিসেম্বর রাতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মারা গেলে পদটি শূন্য হয়। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, শ্রীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন মৃধা ২০২০ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে এক মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় মারা গেলে নির্বাচন কমিশন তাঁর পদটি শূন্য ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার মেম্বার পদে ইভিএম পদ্ধতিতে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইউএনও, ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার কাজী মনিরুজ্জামান রিপন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনে সাধারণ সদস্য উপ নির্বাচনে মোঃ জলিল মৃধা ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী লায়লা ইয়াসমিন পেয়েছেন ৩৬২ ভোট। মোট ১৩০১ ভোটারের মধ্যে ৮৪০ ভোট কাস্ট হয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: