নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত অসংখ্য জন আহত হন। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হন। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে গুলিবিদ্ধ শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অটোরিকশা ও সিএনজি এবং অ্যাম্বুলেন্স এর মাধ্যমে গুলিবিদ্ধদের হাসপাতালে নেওয়া হয়।
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা মাদাম ব্রিজ এলাকায় এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
ঘটনার সময় উভয়পক্ষের লোকজন একে অপরকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে বেশ কয়েকজন রক্তাক্ত ও গুরুতর জখম হয়।
লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাদাম ব্রিজ, ঝুমুর এলাকায় ছাত্রসহ আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন। তারা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছেন। সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা গেছে।
দুপুর সাড়ে ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলমান রয়েছে। তবে পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি।
সংঘর্ষে হতাহতদের সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: