নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সরিষাবাড়ী উপজেলা শাখা আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের আরামনগর বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে।
এসময় সমাবেশে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জামালপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক, সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক, জেলা কমিটির সদস্য আব্দুল করিম, বাংলাদেশ যুব ইউনিয়ন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, আপনারা দেখেছেন বিগত শেখ হাসিনার সরকারের আমলে লুটপাট করতে না পেরে চুপচাপ বসেছিল একটি অংশ আর আওয়ামী লীগ হরিলুট ও দুর্নীতি করেছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার লুটপাটকারী হাসিনা সরকারকে বিদায় করেছি। আজকে দেখতে পাচ্ছি যারা চুপচাপ বসে ছিল বিগত দিনে তারা সরকার পরিবর্তনের সাথে সাথে লুটপাট শুরু করে দিয়েছে। আজকে দেশের কোন কোন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। দেশের মানুষ সম্মিলিতভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ সম্প্রতি এবং শান্তিপ্রিয় কিন্তু কিছু মানুষ এই ভাতৃত্ব এবং সম্প্রতি নষ্ট করে ফায়দা লুটতে চায়।
মিছিল ও সমাবেশে কমিউনিস্ট পাটি ছাড়াও সরিষাবাড়ী উপজেলা ক্ষেতমজুর সমিতি, কৃষক সমিতি ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: