• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আবারও সচল হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম
আবারও সচল হলো
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

নিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ২০ দিন বন্ধ থাকার পর আবারো সচল হয়েছে। রোববার সকালে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি ইউনিট চালু করা হয়।

বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অপর ইউনিটটিও শিগগিরই চালু হবে।

এর আগে, কয়লা সংকটে গত ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।

দেশের সর্ববৃহৎ এ বিদ্যুৎকেন্দ্র নতুন করে সচল করতে আমদানি করা হয় ১০০ মিলিয়ন ডলারের কয়লা। গত ২৩ জুন রাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের জেটিতে নোঙর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। এরপর কয়লা খালাস করে রোববার সকাল থেকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সচল করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image