
মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ম হলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন, এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: রুম্মান আক্তারসহ ইউনিয়ন চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
এবার কৃষি প্রনোদনা হিসাবে উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫কেজি মাসকালাই বীজ, ১০কেজি ডেব ও ৫কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / মোঃ হারুন-উর-রশীদ
আপনার মতামত লিখুন: