
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ- মিঠামইনের সদর ইউনিয়নের কামাল পুরে রাষ্ট্রপতির বাড়ী সংলগ্ন, ঘোড়াউত্রা নদীর তীরে, মিঠামইন সেনানিবাসের পূর্ব পাশে অলওয়েদার সড়কের পাশে মনোরম পরিবেশে নির্মিত হয়েছে অত্যাধুনিক হাওড় রিসোর্ট।
মিঠামইনে এটি ২য় রিসোর্ট। ইটনা অষ্টগ্রাম অলওয়েদার সড়কের পূর্বপাশে আড়াই কিলোমিঠার পূর্বদিকে গড়ে উঠেছে হাওড়ে মনোরম পরিবেশে অপর একটি রিসোর্ট, প্রেসিডেন্ট রিসোর্ট নামে। দুই কিলোমিটার দীর্ঘ প্রেসিডেন্ট রিসোর্ট খানী দীর্ঘ ২ বছর পূর্বে উদ্ভোধন হয়।
দেশী বিদেশী পর্যটকদের ভীর সামলাতে, মিঠামইনে সদর ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসিডেন্টের ভাইপো, এডঃ শরীফ কামাল, হাওড় রিসোর্ট নামে একটি অত্যাধুনিক রিসোর্ট নির্মান করেছেন। গত ৮ ও ৯ ই জুলাই শুক্র ও শনিবার ২ দিন ব্যাপী জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে আনুষ্টানিক ভাবে উদ্ভোধনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়।
উদ্ভোধনী অনুষ্টানে সভাপতির দায়িত্ব পালন করেন হাওড় রিসোর্টের এমডি এডঃ শরীফ কামাল। উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথী ছিলেন, কিশোরগঞ্জ ৪ আসনের এমপি প্রকোশলী রেজুওয়ান আহম্মেদ তৌফিক।
অনুষ্টানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, লূৎফুর রহমান ভ‚ইয়া (চেয়ারম্যান ঢাকী), মোহাম্মদ তাজুল ইসলাম (চেয়ারম্যান কাটখাল), সমীর কুমার বৈষ্ণব (সদস্য জেলা পরিষদ), মোহাম্মদ শাহাজান মিয়া ( শিক্ষক সমিতি সভাপতি), ফজলুল হক হায়দারী বাচ্চু (সভাপতি অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগ), সাইফুল হক মোল্লা দুলু (সমকাল কিশোরগঞ্জ অফিস), নাহিদ পারভিন (সহকারী একান্ত সচিব বঙ্গভবন), আবদুল্লাহ আল-মামুন (উপজেলা নির্বাহী কর্মকর্তা), আলহাজ্ব আছিয়া আলম (উপজেলা চেয়ারম্যান), মোঃ নুরুজ্জামান মিয়া (অতিঃ জেলা প্রসাশক), কৃষিবিদ ডঃ মোঃ মজিবুর রহমান (বাংলাদেশ কৃষি গবেষনা কেন্দ্র), মোঃ মাশরুবুর রহমান খালেদ (পুলিশ সুপার কিশোরগঞ্জ), বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আঃ হক নুরু, বীর মুক্তিযোদ্ধা এড, জিল্লুর রহমান (চেয়ারম্যান জেলা প্রশাসক), প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / বিজয়কর রতন/কেএন
আপনার মতামত লিখুন: