
জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারর টেকনাফ এফআইভিডিবির উদ্যাগে প্ল্যান ইটারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় টেকনাফ উপজেলা মিলনায়তন হল রুমে সামাজিক সংবেদনশীলতা ও দ্বন্দ নিরসন শীর্ষক এক কর্মশালার আয়াজন করা হয়।
এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত এএইচপি মাল্টিইয়ার প্রোগ্রাম'র সিবিসিপি কো-অর্ডিনেটর মো: মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান।
প্রধান অতিথির আলাচনায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসলে আমাদের সমাজ আজ চরম অবক্ষয়, সুতরাং এখনই সময় সবাই এ অবক্ষয়ের বিরুদ্ধে কাজ করার। আমি প্ল্যান ইটারন্যাশনাল এবং এফআইভিডিবিক ধন্যবাদ জানাই চমৎকার এ উদ্যাগের জন্য।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: