ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দেশের চলমান আইনশৃঙ্খলার অবনতির কারনে সারাদেশে বিচ্ছিন্নভাবে চুরি,ডাকাতি বৃদ্ধি পেয়েছে। সবধরনের অরাজগতা থেকে নিজেদের নিরাপদ রাখতে দিনাজপুরের ফুলবাড়ীর ব্যবসায়ী,সাধারন জনগন ঐক্যবদ্ধ হয়ে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান,বাড়ী-ঘর। এতে করে চলমান পরিস্থিতিতেও ফুলবাড়ী রয়েছে সুরক্ষিত।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকে দেশের সব উপজেলার মানুষ নিরাপত্তাহিনতায় ভুগতে থাকে । ঔ রাতেই ফুলবাড়ী পৌরসভার বর্তমান মেয়র ও সাবেক মেয়রসহ স্থানীয় ব্যবসায়ী,সুধিজন নিয়ে একটি জরুরী সভার আয়োজন করেন। সেখানে সিন্ধান্ত হয় যে, সম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে ফুলবাড়ী শহরের দোকান পাট, আবাসিক এলাকার বাসা-বাড়িসহ স্থানীয় মানুষদের নিরাপদ রাখতে পালাক্রমে শহরে পাহারার দেওয়া হবে। সেই সিন্ধান্ত অনুযায়ী শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান,পাড়া মহল্লায় প্রায় ৩০০ শত মানুষ লাঠি নিয়ে পাহারা শুরু করেন।
পাহারার সাথে জড়িত ব্যবসায়ীরা বলেন,বর্তমানে আমাদের ফুলবাড়ীতে কোন পুলিশের ঢহল নাই সেকারন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা আমাদের স্থানীয় সুধিজনকে সাথে নিয়ে রাত জেগে পাহারায় আছি। সাবেক পৌর মেয়র মানিক সরকার বলেন, যখন জানতে পারলাম দেশের সরকার ক্ষমতা ছেড়েছে। তখনেই আমরা স্থানীয় সবাইকে খবর দিয়ে আমাদের শহর রক্ষায় সবার সাথে আলোচনা করে একটি সেচ্ছাসেবী নিরাপত্তা কমিটি গঠন করি। এবং ৫ জুলাই থেকে প্রতিরাতে পালাক্রমে পাহারা দিয়ে আসছি।
ফুলবাড়ী পৌর মেয়র, আলহাজ্ব মাহমুদ আলম লিটন বলেন, পৌর শহর নিরাপদ রাখতে পাড়ায় মহল্লায় স্থানীয় ভাবে কমিটি গঠন করে পাহারার ব্যবস্থা করেছি। এবং আমি নিজেই সারারাত জেগে সেই কমিটি গুলোকে তদারকি করছি। আমরা আসা করছি দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে ফিরবে। এর পরে আমরা আমাদের পাহারা দেওয়ার ব্যবস্থান উঠিয়ে নিবো।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: